দৃশ্যপট ডেস্ক:
‘স্নেহের সারজিস, তোমার সম্ভবত ঘুম কম হচ্ছে। পারস্পরিক সম্পর্ক অবনতি, মানসিক চাপ, উদ্বেগ, অনিদ্রা অস্থিরতার কারণে সৃষ্ট বিষণ্ণতায় আর আবেগজনিত জটিলতায় ভুগছ বলে ধারণা করছি। ডাক্তারের পরামর্শমতো রিভোট্রিল ২ এম জি বা লেক্সোটানিল খেয়ে দেখতে পারো। ’
নিজের ফেসবুক পেইজে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমকে এভাবেই ঘুমের ওষুধ সেবনের পরামর্শ দিলেন দেশের জনপ্রিয় এই সুরকার প্রিন্স মাহমুদ।
পঞ্চগড়ে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় খুব চটেন সারজিস আলম। তখন তিনি ক্ষিপ্ত হয়ে বলেন, ‘এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব তাদের কলিজা কত বড়। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব। ’
সারজিস আলমের এই বক্তব্য নিয়ে উত্তাল যখন সামাজিকমাধ্যম এমন সময়ে প্রিন্স মাহমুদ তার উদ্দেশ্যে নিজের ফেসবুক পেইজে কথাগুলো লিখেছেন। প্রিন্স মাহমুদের মন্তব্যে বেশিরভাগই একমত পোষণ করেছেন। অবশ্য কেউ কেউ এটিকে ব্যক্তিগত আক্রমণ বলেও দাবী করেছেন।