সিরাজগঞ্জ প্রতিনিধি:
জুলাই ঘোষণা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিে জাতীয় নির্বাচন সহ ৫ দফা দাবিতে দেশব্যাপি কর্মসূচী ও যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ সমাবেশ করেছে সিরাজগঞ্জ জেলা জামায়াত।
রোববার বেলা ১১ টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন মুক্তির সোপানে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ- ১ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি ও সিরাজগঞ্জ -২ সদর আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক জাহিদুল ইসলাম,শহর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ, সদর উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজিম উদ্দীন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহজাহান আলী, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর ও সিরাজগঞ্জ(৫) শাহজাদপুর আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, রায়গঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলী মুর্তজা,সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল আজিজ, শহর ছাত্রশিবির সভাপতি শামীম রেজা প্রমূখ বক্তব্য রাখেন।
এরপর মুক্তির সোপান থেকে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের গিয়ে আবারো সমাবেশে মিলিত হয়ে বক্তব্য রাখেন দলটির নেতারা।
এসময় জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলমের নেতৃত্বে জামায়াতের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। বিক্ষোভ সমাবেশে জামায়াতের হাজার হাজার নেতা কর্মী অংশগ্রহন করে।
সমাবেশে জেলা জামায়াতের আমীর মাওলানা শাহিনুর আলম বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে জুলাই ঘোষণা বাস্তবায়ন করতে হবে। সংস্কার আর বিচার ছাড়া নির্বাচন হতে দেয়া যাবেনা। আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। জামায়াতের ৫ দফা দাবি এটা জনগণের দাবি। জনগণের ৫ দফা পুরন না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া হবে না।
জুলাই ঘোষনা, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরন ও আওয়ামীলীগ সহ ফ্যাসিস্ট ১৪ দলকে নির্বাচনের আগে নিষিদ্ধ করার দাবী জানান জেলা জামায়াতের আমীর।