1. thedailydrishyapat@gmail.com : TheDaily Drishyapat : TheDaily Drishyapat
  2. info@pratidinerdrishyapat.com : Pratidiner Drishyapat : Pratidiner Drishyapat
  3. admin@thedailydrishyapat.com : admin :
রবিবার, ১২ অক্টোবর ২০২৫, ০৫:১০ অপরাহ্ন

সিরাজগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত

সংবাদ প্রকাশক:
  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ২৩ Time View

মাসুদ রানা. সিরাজগঞ্জ :

“শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশ এর আর্থিক সহায়তায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা পর্যায়ের মিডিয়াকর্মীদের নিয়ে কনসালটেশন ওয়ার্কশপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলায় কর্মরত ৪০ জন সংবাদকর্মী অংশ নেন।

বুধবার (০৮ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে ও সিভিল সার্জন অফিসের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা: মো: নুরুল আমীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, সিরাজগঞ্জ জেলা তথ্য অফিস উপ-পরিচালক মোহাম্মদ আলী, রংপুর ও রাজশাহী বিভাগ চিফ ইউনিউসেফ এইচ এম তৌফিক আহমেদ, সিরাজগঞ্জ ইসলামী ফাউন্ডেশন উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

কর্মশালায় বক্তারা বলেন, টাইফয়েড একটি জীবাণুবাহিত রোগ। এটি পানি ও খাবারের মাধ্যমে মানবদেহে সংক্রমণ ছড়ায়। টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের আগামী ১২ অক্টোবর থেকে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম শুরু হবে। সরকারের ইপিআই কর্মসূচির আওতায় সিরাজগঞ্জ জেলায় ১৫ টি স্থায়ী ও ২১১২ টি অস্থায়ী এবং স্কুল পর্যায়ে ৩৪২৯ টি সর্বমোট ৫৫৫৬ টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে জেলায় প্রায় ১০৩৯৯৮৩ জনকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে। এবং সারাদেশে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়িত হবে।

এ সময় বক্তারা আরও বলেন, গুজব পরিহার করে এই ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যম কর্মীদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং টাইফয়েড টিকা নিয়ে সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
প্রতিদিনের দৃশ্যপট ২০২৪
Theme Customized BY Kh Raad (FriliX Group)
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com