সিরাজগঞ্জ প্রতিনিধি:
বর্ষা, শেষ শরতের পর হেমন্ত ঋতুও। এই অসময়ে সিরাজগঞ্জে যমুনা নদীতে অস্বাভাবিক গতিতে পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলার কাজিপুরের মেঘাই পয়েন্টে ৭৫ সেন্টিমিটার ও সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে ৬৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এতে শঙ্কিত হচ্ছে চরাঞ্চলের কৃষকেরা। শীতকালীন সবজির আবাদ ব্যহত হওয়ার আশঙ্কা করছেন তারা। তবে বন্যার আশঙ্কা উড়িয়ে দিলেন পাউবো কর্মকর্তারা।
বুধবার (৭ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২০ মিটার। গত ২৪ ঘণ্টায় ৬৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৭০ মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২.৯০ মিটার)।
আবুল মিয়া, কুদরত আলী, আনোয়ার হোসেনসহ চরাঞ্চলের বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বললে তারা বলেন, একদিনে যমুনায় আড়াই ফিট পানি বাড়ছে। এই বছরে এটা একেবারেই অস্বাভাবিক। এভাবে আর দুই তিনদিন পানি বাড়লেই বন্যা হয়ে ফসলের মাঠ তলিয়ে যাবে। এতে শীতকালীন সবজিসহ বিভিন্ন আবাদ নষ্ট হওয়ার আশংকা করছেন কৃষকেরা।
অপরদিকে জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৮৬ মিটার। ২৪ ঘন্টায় ৭৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১ দশমিক ৯৪ মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন বলেন, উজানে ভারী বৃষ্টির কারণে যমুনা নদীতে অস্বাভাবিক গতিতে পানি বেড়েছে। তবে বন্যার কোন আশংকা নেই। আগামীকাল পর্যন্ত পানি বাড়বে। এরপর স্থিতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।