সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। রোববার (৫ অক্টোবর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি থানা মোড় ঘুরে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা ও কেক কেটে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইউএনও আবু সালেহ মোহাম্মদ হাসনাত শিক্ষকদের সমাজ গঠনে অবদান ও দায়িত্বের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একজন শিক্ষকই পারেন একটি প্রজন্মকে আলোকিত করতে। শিক্ষক সমাজের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাদের বিশ্বাস, বাংলাদেশ শিক্ষক সমিতি উল্লাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম এবং সভাপতি মো. আব্দুল মান্নান তালুকদার।
এছাড়াও বক্তব্য দেন কালিয়াকৈড় আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মনজুর আলম, এলংজানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফেরদৌস আলমসহ আরও অনেকে।
আলোচনা শেষে বাংলাদেশ শিক্ষক সমিতি, উল্লাপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টা মহোদয়ের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।