সিরাজগঞ্জ প্রতিনিধি:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সিরাজগঞ্জে লিফলেট বিতরণ করেছেন বিএনপির নেতারা।
আজ রবিবার বিকেলে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে বিএনপি নেতারা সদর উপজেলার সায়দাবাদ ইউনিয়নে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন।
সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান লিফলেট বিতরণের নেতৃত্ব দেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মিলন ইসলাম খান, জেলা বিএনপি’র নির্বাহী সদস্য
আসলাম উদ্দিন, জেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু,জেলা বিএনপি’র সহ-প্রচার সম্পাদক জিন্নাহ সরদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আকাশ খন্দকার, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হামিদ রানা, জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক জাকারিয়া সরকার প্রমুখ।
মির্জা মোস্তফা জামান বলেন, আমরা দুই মাসের কর্মসূচি হাতে নিয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সাধারণ মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। পাশাপাশি ধানের শীষের ভোট চাচ্ছি। তারেক রহমান বলেছেন ছোট ছোট টিম করে মানুষের ঘরে ঘরে ৩১ দফা পৌঁছে দিতে। আমরা সেই কাজটি করছি। প্রতিদিন কোন না কোন এলাকায় আমরা যাচ্ছি। সাধারণ মানুষের মাঝে ব্যাপক সারা পাওয়া যাচ্ছে।