মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৩২০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
(২৮ সে সেপ্টেম্বর রোববার) দুপুর ৩ টার দিকে শাহজাদপুর পৌর সদরের দারিয়াপুর এর মোদকপাড়ায় একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩২০০ পিস ইয়াবাসহ প্রায় হাফ ডজন মামলার আসামি তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ জনাব আসলাম আলী পিপিএম জানান, দীর্ঘদিন ধরে আসামি সবুজ বিশ্বাস, জুয়েল ইসলাম, মাসুম রানা রুপম ইয়াবা কারবার করে আসছিল, একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তিনি আরোজানান গ্রেফতারকৃতদেরকে আইন অনুযায়ী ও বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।