উল্লাপাড়ায় (সিরাজগঞ্জ)প্রতিনিধি:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের প্রার্থীতা ঘোষণা করলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার আহমেদ রনি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা শেষে নিজেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী ঘোষণা করেন তিনি।
তিনি বলেন, বিগত তিনটি নির্বাচন হয়েছে ভোটার বিহীন। আমাদের ঘাড়ের উপর ফ্যাসিষ্ট হাসিনা চেপে বসেছিল। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ৫ আগষ্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনার পতনের পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে।
সেই প্রেক্ষিতে তরুণ প্রজন্মের প্রত্যাশা অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমার এলাকার সর্বস্তরের মানুষ ও নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছি।
তিনি বলেন, আমার গ্রাম রামকান্তপুরে উল্লাপাড়া বিএনপির জন্ম হয়েছে। যত নেতৃত্ব এসেছে প্রত্যেকেই প্রায় এই গ্রামের সন্তান। গ্রামের প্রতিটি মানুষই বিএনপির রাজনীতির সাথে জড়িত। তারা দলের জন্য হামলা-মামলাসহ সার্বিক ক্ষতির সম্মুখীন হয়েছে। তাই আমি উপলব্ধি করেছি কোন সিদ্ধান্ত নিতে গেলে গ্রামের নেতৃবৃন্দ ও জনসাধারণের সাথে মতবিনিময় করা প্রয়োজন। আজকে তাদের সাথে মতবিনিয় করলাম। তাদের কথা শুনেছি, তাদের ভালোবাসা পেয়েছি। আগামী দিনে দল যদি আমাকে সুযোগ দেয় ইনশাল্লাহ উল্লাপাড়ার জন্য আমার জীবনের সর্বস্ব বিসর্জন দিয়ে তাদের পাশে থাকবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করে যাবো।
উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিউল মোমেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শাহীন মুন্সীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল মান্নান, সাবেক যুগ্ম-আহ্বায়ক কবিরুজ্জামান পান্না, ওলামা দলের আহ্বায়ক আব্দুল হান্নান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আ.হ.ম খোকন, তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আবির হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক আবু হাসান অভি, সাবেক কাউন্সিলর গোলাম আউলিয়া প্রমূখ।
উল্লেখ্য, সিরাজগঞ্জ-৪ আসনে কাওছার আহমেদ রনিসহ বিএনপির মনোনয়ন প্রার্থী হিসেবে ৫ নেতা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।