সিরাজগঞ্জ প্রতিনিধি:
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য গ্রাম-গঞ্জের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার লক্ষ্যে রায়গঞ্জে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেন সাবেক তিনবারের এমপি আব্দুল মান্নান তালুকদারের ছেলে রাহিদ মান্নান লেনিন।
২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে তিনি উপজেলার ধুবিল ইউনিয়নের মালতীনগর আমতলা বাজারে গণসংযোগ করেন। এ সময় তিনি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার পরামর্শ দেন এবং নেতাকর্মীদের প্রত্যেক ঘরে ঘরে যাওয়ার জন্য আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন ধুবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সলংগা থানা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য হাসান ইমাম তালুকদার সহন, সলংগা থানা যুবদলের আহব্বায়ক ও সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ সভাপতি রাশেদুল হাসান পাপন, ধুবিল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন মহর, সাবেক সিনিয়র সহ সভাপতি স.ম আনোয়ার হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সাবেক সাংগঠনিক সম্পাদক, আবুল কাশেমসহ ইউনিয়ন বিএনপি,যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।