পি. কে রায়, বিশেষ প্রতিনিধিঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পূজা মন্ডপে সরকারী অনুদানের জি.আর. চাল বিতরণ করা হয়েছে।
সোমবার (২২শে সেপ্টেম্বর) সকালে চিরিরবন্দর উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে চাল বরাদ্দের ডিও তুলে দেন।
এসময় উপজেলার ১৫১টি পূজা মন্ডপে ৭৫.৫ মেট্র্রিক টন চাল দেওয়া হয়।
উপজেলা নির্বার্হী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবয়ন কর্মকর্তা মো: শফিউল ইসলাম এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট আব্দুর রহমান, ৫নং আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ময়েন উদ্দীন শাহ, আনসার ভিডিপি অফিসার মোঃ বখতিয়ার রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র রায়, উপজেলা পূজা কল্যাণ ফ্রন্ট এর সভাপতি বাবু ননী গোপাল রায় ও সাধারণ সম্পাদক বাবু বিকাশ কুমার রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ নবীন চন্দ্র রায়সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।