সলঙ্গা প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় মাছ চুরিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামিম হাসানের পুকুর থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার মাছ চুরি করেছেন হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জাপু।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়শিখার আকন্দ পাড়া গ্রামে শামিম হাসানের প্রায় ৩ বিঘা আয়তনের পুকুরে একদল জেলে মাছ ধরতে নামে। রাত ৩টার দিকে ওই জেলেরা মাছ ও জাল নিয়ে হাটিকুমরুল গোল চত্বরে পৌঁছালে স্থানীয় জনতার সন্দেহ হয়। পরে ছয়জনকে আটক করে এলাকাবাসী।
জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন, তারা আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান জাপুর নির্দেশে মাছ ধরেন এবং এর বিনিময়ে ২০ হাজার টাকায় চুক্তিবদ্ধ হন।
আটককৃতরা হলেন—ঘুড়কা ইউনিয়নের হাট-ইচলা গ্রামের মো. হাসেম, পিতা আক্কাস, মো.এরশাদ ,পিতা মৃত শাহজাহান, মো.শাহীনুল ,পিতা রেজাউল, মো. শফিক পিতা সোলাইমান, মো.লালচাঁন পিতা কালাম ও সজিব পিতা সেলিম। তবে পরে স্থানীয় জনতা তাদের ছেড়ে দেয়।
এ বিষয়ে বিএনপি নেতা ও পুকুর মালিক শামিম হাসান অভিযোগ করে বলেন,আমার পুকুর থেকে রাতের অন্ধকারে প্রায় পাঁচ লক্ষ টাকার মাছ চুরি করে অন্যত্র বিক্রি করেছে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান জাপু। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান জাপুর বক্তব্য পাওয়া যায়নি।