নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জে মদিনাতুল উলুম হাফিজিয়া ক্বওমিয়া মাদ্রাসার এক বিশেষ আয়োজনের কোরআনুল কারিম এর সবক প্রদান,দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের সাহেদনগর ব্যাপারী পাড়া মদিনাতুল মাদ্রাসা প্রাঙ্গণে এই আয়োজন করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রেলওয়ে মাদ্রাসারর প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি নজরুল ইসলাম দাঃ বাঃ।
এসময় আরও উপস্থিত ছিলেন,মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার সভাপতি মো: ফয়েজ আলী,সাধারন সস্পাদক আলহাজ্ব মো: আব্দুর রহমান আল সেলিম,মদিনাতুল উলুম হাফিজিয়া ক্বওমিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আদিব মো: সাইদুল ইসলাম ও স্থানীয় অত্র গ্রামের সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা বলেন,আলেম-ওলামারা সমাজকে সঠিক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাঁদের কে সম্মান জানাতে আমাদের এই মহতি আয়োজন। তারা আরও বলেন, ভবিষ্যতেও এই ধরণের উদ্যোগ মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার যে কনো ভালো কাজ অব্যাহত থাকবে। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
উল্লেখ্য,মদিনাতুল উলুম হাফিজিয়া ক্বওমিয়া মাদ্রাসা ২৬ জনের ১৫ জন ছাত্রদের মাঝে কোরআন শরিফ প্রদান, ৫ জন হেফজ সবক প্রদান ও ৬ জন আম্মা-পাড়া প্রদান করা হয়েছে।