সলঙ্গা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ প্রগতি সংঘের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । উদ্বোধনী ম্যাচে রাজশাহী বনাম বগুড়ার মধ্যে ১ম ম্যাচ অনুষ্ঠিত হয় খেলায় ট্রাইবেকারে রাজশাহী জয়লাভ করে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে সলঙ্গা থানাধীন রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জ স্কুল মাঠে ৫১ তম ফুটবল টুর্নামেন্ট ১ম ম্যাচ অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনের মনোনয়ন প্রত্যাশী কে এম শরফুদ্দিন মঞ্জু।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক, সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা দলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা, খ ম তৌহিদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক ও সলঙ্গা থানা সম্মেলন প্রস্তত কমিটির সদস্য আব্দুল আলীম সরকার,
উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির সদস্য শিবলু, সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি সোলায়মান হোসেন, শাহজাহান আলী, কে এম শহিদুল ইসলাম মজনু, উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলামিন, সলংগা থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম, রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আব্দুর রউফ, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সজীব আহমেদ জয়, রামকৃষ্ণপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানা রনিসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।