রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে উৎযাপিত হয়েছে। সোমবার বিকেলে সিডিপির ঘুড়কা কার্যালয়ে প্রকল্প ব্যবস্থাপক মোশাররফ হোসেনের সভাপতিত্বে এই দিবস পালন করা হয়।
ন্যাচার এন্ড পিচ ক্লাব সভাপতি হায়দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন। এছাড়াও বক্তব্য রাখেন সিডিসির সদস্যবৃন্দ। সাক্ষরতা দিবসে উপস্থিত অংশগ্রহণকারীরাও তাদের মতামত তুলে ধরেন। র্যালী, বৃক্ষ রোপন এবং গাছের চারা বিতরণের মাধ্যমে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস সমাপনী ঘোষণা করা হয়।