রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নক আউট পর্বের ৫ম খেলা অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে খেলার প্রথমার্ধ গোলশূন্য ছিল। দ্বিতীয়ার্ধে সিরাজগঞ্জ সদর পৌরসভা বিদেশি জাম্বিয়ার খেলোয়াড় পাট্রিক প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দিলে উল্লাসে মেতে ওঠে পৌরসভার হাজারো দর্শক।
খেলার ৮০ মিনিটে পেনাল্টির আবেদন করে শাহজাদপুরের খেলোয়াররা। রেফারি তাতে সারা না দিলে ক্ষুব্ধ হয়ে মাঠ ত্যাগ করে তারা। শেষ ১০ মিনিট শাহজাদপুর দল মাঠে ফিরে না আসলে রেফারি সদর পৌরসভাকে ১-০ গোলে বিজয়ী ঘোষণা করেন।
খেলার ম্যাচ অব দি ম্যাচ নির্বাচিত হন সদর পৌরসভা গোলকিপার ( অধিনায়ক) মো. কাসেম।