শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে উল্লাপাড়া পৌরসভার ৬ নং ওয়ার্ডের জামায়াতের উদ্যোগে কাওয়াক মোড় চত্বরে আয়োজিত এক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড সভাপতি মাহফুজুর রহমান মাস্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান আলি, উপজেলা জামায়াতের সেক্রেটারি খায়রুল ইসলাম, সাবেক আমীর ড. নজরুল ইসলাম, উপজেলা অফিস সম্পাদক মাওলানা আব্দুল বারী ও পৌর জামায়াতের আমীর মোঃ আব্দুল করিম।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মাওলানা আশরাফুল আলম মোত্তালিব, পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ মিজানুর রহমান, পৌর নায়েবে আমীর মোঃ আব্দুল কাদের, পৌর অফিস ও মিডিয়া সম্পাদক রুহুল আমীন সৌরভ, ছাত্রশিবির উল্লাপাড়া উপজেলা সভাপতি গোলাম মোস্তফা সাদসহ স্থানীয় জামায়াত, ছাত্রশিবির, শ্রমিক কল্যাণ ফেডারেশন, যুব বিভাগ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত বক্তারা বলেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনই দেশে গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে।