সিরাজগঞ্জ প্রতিনিধি:
জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি।
কর্মসূচির মধ্যে রয়েছে ভোর ৬টায় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০ টায় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, বিকাল ৩টায় ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা ও বাদ মাগরিব থেকে ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে আলোকসজ্জা।
শনিবার (৩০ আগষ্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ ও সহ দপ্তর সম্পাদক শেখ এনামুল হক এসব তথ্য নিশ্চিত করে জানান, বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
উক্ত সকল কর্মসূচিতে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও তার আওতাধীন ১৮টি ইউনিটের সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।