রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে দাদপুর রায়ের পাড়া হৃদয় ভাটা মাঠ চত্বরে এ ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল গফুর।
নলকা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হক।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল,
চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু শামা, ঘুড়কা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ শেখ, সলঙ্গা থানা ছাত্রদলের সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত ফাইনাল খেলায় উল্লাপাড়া একদাশ ও পাইকশা একাদশ অংশ গ্রহণ করেন। এ খবর লেখা পর্যন্ত কোন দলই গোল করতে পারেনি।