দৃশ্যপট ডেস্কঃ
রাজশাহীর মোহনপুরে সেনাবাহিনীর একটি টহল গাড়িকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে দুর্ঘটনায় পড়ে ৮ জন সেনাসদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) ভোর ৫টার দিকে মোহনপুর উপজেলা সদরের মডেল টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোহনপুরে টহলে বের হয় সেনাবাহিনীর একটি দল। মডেল টাউন এলাকায় পৌঁছালে টহল গাড়িটিকে পেছন থেকে একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে দুই যানই রাস্তার পাশের খালে পড়ে যায়। এতে টহল গাড়িতে থাকা সেনাবাহিনীর ৮ সদস্য আহত হন।
দুর্ঘটনার পর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।
এ বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, “ঘটনার তদন্ত চলছে। এখনও কেউ মামলা করেনি। সেনাবাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া হয়নি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।