রিয়াজুল হক সাগর, রংপুর:
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা সেতু থেকে নদীতে ঝাঁপ দেয়ার ৪০ ঘন্টা পর নীরব রায় উৎসের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার সকালে তিস্তা সেতুর পূর্ব দিকে উপজেলার মর্ণেয়া ইউনিয়নের ডাউকির চর তিস্তা সেতু থেকে আনুমানিক ১০ কিঃ মিঃ দুর এলাকা থেকে ছাত্রের লাশ উদ্ধার করা হয়। পরে গঙ্গাচড়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।
জানা যায়, উৎস রায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী এবং নীলফামারীর জলঢাকা উপজেলার তপন রায়ের ছেলে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান জানান, ২৩ আগস্ট বিকালে গঙ্গাচড়ার লহ্মীটারী ইউনিয়নের তিস্তা সেতু থেকে নদীতে ঝাঁপ দেয়ার পর উৎস নিখোঁজ হয়। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরী দল দুই দিন তিস্তা নদীর বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালায়। তিস্তার স্রোতের কারণে লাশটি ভেসে যাওয়ায় উৎসের লাশটি পার্শ্ববর্তী ইউনিয়ন মর্ণেয়ার ডাউকির চর থেকে উদ্ধার করা হয়।
উল্লেখ্য, ব্যবহারিক পরীক্ষা শেষে ২৩ গত আগষ্ট বিকালে উৎসসহ ৭ বন্ধু গঙ্গাচড়া উপজেলার মহিপুর তিস্তা সেতু এলাকায় ঘুরতে আসে। এ সময় খরস্রোতা তিস্তায় সাহসিকতা দেখাতে উৎস, রুপম ও সাকিল নদীতে ঝাঁপ দেয়। এতে সাকিল ও রুপম সাঁতরিয়ে ডাঙ্গায় উঠতে পারলেও উৎস রায নদী স্রোতের গভীরে তলিয়ে যায়।