সাব্বির মির্জা,তাড়াশ(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
চুরির একটি মামলায় হাজিরা দেওয়ার টাকা যোগাতে আবারও চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হলেন নয়ন ইসলাম (১৮) নামে এক কিশোর। ঘটনাটি ঘটেছে। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিনোদনপুর গ্রামে।
সোমবার (২৫ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিনোদপুর গ্রামের সানোয়ার হোসেন বাড়ি ফাঁকা পেয়ে চুরি করতে ঢোকে ওই কিশোর। বিষয়টি টের পেয়ে স্থানীয় জনতা তাকে হাতেনাতে আটক করে। আটককৃত নয়ন ইসলাম উপজেলার বস্তুল গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, সানোয়ার হোসেনের বাড়িতে লোক না থাকায় গেটের তালা খুলে বাড়ির ভিতরে প্রবেশ করে চোর। ইতোমধ্যে সানোয়ার হোসেন বাড়িতে এসে দেখে বাড়ির বাহিরের গেটের তালা খোলা, ভিতরে শব্দ হচ্ছে। চোর ঢুকছে বুঝতে পেরে তিনি চিৎকার করতে থাকেন। এ সময় স্থানীয় জনতা ছুটে আসে।
পরে নয়ন ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করে। পেছন থেকে ধাওয়া দিয়ে আটক করে গাছে সাথে দঁড়ি দিয়ে বেঁধে রাখে স্থানীয় লোকজন। খবর পেয়ে তাড়াশ থানার পুলিশ এসে চোর নয়ন ইসলামকে আটক করে নিয়ে যায়।
এসময় আটক নয়ন ইসলাম দাবী করেন, আদালতে চুরির মামলার হাজিরা আছে। সেই হাজিরার টাকা যোগার করতেই সে আবারও চুরি করতে এসেছিল।
ভুক্তভোগী সানোয়ার হোসেন বলেন, আমার বাড়িতে চুরির চেষ্টা করছিল ওই ছেলে। তাকে আটক করে পুলিশে দিয়েছি। তবে তাকে কোন নির্যাতন বা মারপিট করা হয়নি।
তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে চোরকে আটক করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীদের খবর দেওয়া হয়েছে। ওনারা এসে মামলা দিলে আটক চোরকে আদালতে পাঠানো হবে।