চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০আগস্ট) বিকেল ৩ টায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল কাদের মোল্লার সভাপতিত্বে ও সদস্য সচিব আমিরুল সিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক ক্বারি মইনুল ইসলাম, সাবেক সহ-সভাপতি হাকিম বিএসসি, যুগ্ম-সম্পাদক আলমগীর হোসেন টাইগার, মোল্লা শামীম মাহমুদ,রবিউল বিএসসি, ইসমাইল হোসেন জাবিউল্লাহ, উপজেলা যুবদলের সভাপতি আরমান হাবিব, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির মোল্লা প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল বাংলাদেশের রাজনীতিতে একটি সাহসী ও ঐতিহ্যবাহী সংগঠন। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার রক্ষায় সংগঠনের প্রতিটি কর্মী দায়িত্বশীল ভূমিকা পালন করে যাচ্ছে। আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
স্বেচ্ছাসেবক দল সাহসী ভূমিকার মাধ্যমে অতীতে যেমন গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার সংগ্রামে বলিষ্ঠ অবদান রেখেছে, আগামীতেও তেমনি মাঠে থেকে কাজ করবে।