রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
দেশের মৎস সম্পদ সংরক্ষণ, সম্প্রসারণ ও মৎস সম্পদের উন্নয়নে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এ বছরও ‘ অভয়াশ্রম গড়ে তুলি, দেশিমাছে দেশ ভরি ‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ আগষ্ট হতে ২৪ আগষ্ট পর্যন্ত সারাদেশের সাথে রায়গঞ্জও সপ্তাহব্যাপী শুরু হচ্ছে জাতীয় মৎস সপ্তাহ ২০২৫।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির এবং সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা মোহায়মেনুর।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. আবুল কালাম বিশ্বাস, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. তৈয়ব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোকাদ্দেস হোসেন সোহান, ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নবীর উদ্দিন সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছ চাষ করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব। তারা মৎস্য খাতে স্বনির্ভরতা অর্জনের উপর গুরুত্বারোপ করেন।
এসময় উপজেলার সুফলভোগী মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।