রিয়াজুল হক সাগর, রংপুর:
রংপুরের তারাগঞ্জের কুর্শা ইউনিয়নের ধনীরামপুর গ্রামের বাসিন্দা রুপলাল রবিদাস ও প্রদীপ রবিদাসকে মিথ্যা চুরির অপবাদে গণপিটুনিতে নির্মমভাবে হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নগরীর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত পরিষদ, রংপুর জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ দলিত পরিষদের রংপুর জেলা শাখার সভাপতি এডভোকেট পলাশকান্তি নাগ,অন্যতম সংগঠক সাজু বাসফোরসহ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, “দলিত সম্প্রদায়ের দুই জন পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
তাঁরা আরও দাবি জানান, দলিত সম্প্রদায়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
উল্লেখ্য, কয়েকদিন আগে ধনীরামপুর গ্রামে চুরির অপবাদে রুপলাল রবিদাস ও প্রদীপ রবিদাসকে তারাগঞ্জের বুড়িরহাটে স্থানীয় লোকজন গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।