সাব্বির মির্জা, তাড়াশ( সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে চায়না দুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। বর্ষার শুরুতেই মা মাছ, পোনা মাছ, শামুক, ঝিনুক, কাঁকড়া ও জীববৈচিত্র্য রক্ষায় বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার মাকড়শোন, কুন্দইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে অর্ধশতাধিক নিষিদ্ধ চায়না দুয়ারি জাল।
বিলের জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় বিভিন্ন বাজারে উপস্থিত জনসাধারণকে পথসভার মাধ্যমে সর্তক করা হয়েছে। গত দুই দিনে প্রায় দুই লক্ষাধিক টাকার চায়না, কারেন্ট জাল ও মাছ ধরার বিভিন্ন সামগ্রী ধ্বংস করা হয়েছে বলে মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে।
এ অভিযানের নেতৃত্বে রয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। উপস্থিত ছিলেন অতিরিক্ত মৎস্য কর্মকর্তা মো.শরিফুল ইসলামসহ থানা পুলিশ ও মৎস্য অধিদপ্তরের লোকজন।
এ প্রসঙ্গে অতিরিক্ত মৎস্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বলেন, আজ বিকালে তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় দুই লক্ষাধিক টাকার চায়না জাল জব্দ করে তা আগুনে পুরিয়ে দেওয়া হয়। এই অভিযান অব্যাহত থাকবে। তাছাড়া বিভিন্ন বাজারে জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরণ, পথসভা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, চলনবিলে পানি আসার সাথে সাথেই ডিমে পেট ভরপুর বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ দেখা যাচ্ছে। কিছু অসাধু ব্যক্তি সেই মাছগুলো চায়না জাল ফেলে নিধন করছে। মাছের প্রজনন ঘটাতেই নিয়মিত প্রশাসনের অভিযান চালানো হচ্ছে।