নিজস্ব প্রতিবেদক:
“নিপীড়িত মানুষের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলাই হবে আমাদের নতুন সংগ্রামের অভিযাত্রা”—বিএনপির সিরাজগঞ্জ জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ বুধবার (৬ আগস্ট) বিকেলে এক সমাবেশে এ কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তন চত্বরে আয়োজিত জেলা বিএনপির বিজয় মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে যেসব শহীদ আত্মত্যাগ করেছেন এবং গত ১৭ বছরে ফ্যাসিবাদী সরকারের দুঃশাসনে নিপীড়িত মানুষেরা গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছেন—তাঁদের স্বপ্নই আমাদের প্রেরণা। সেই স্বপ্নের বাংলাদেশ গড়তেই আমাদের চলমান আন্দোলন।”
সমাবেশের প্রধান বক্তা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. সাইদুর রহমান বাচ্চু বলেন, “শহীদদের রক্তের পথ বেয়েই ইতিহাসের নিষ্ঠুরতম দুঃশাসনের অবসান ঘটেছে। বাংলাদেশের মানুষ আর কোনোদিন আধিপত্যবাদী শক্তির তাবেদার রাষ্ট্র চায় না। আর কখনো যেন কোনো ফ্যাসিবাদ গণহত্যার পথে না আসতে পারে এই শপথে আমরা ঐক্যবদ্ধ।”
জেলা বিএনপির সহ-সভাপতি মো. মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য দেন:
বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, নুর কায়েম সবুজ, প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান, আবু সাইদ সুইট, আলমগীর আলম, জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সেলিম এবং মুন্সি জাহিদ আলম।
সমাবেশস্থলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিট রঙিন ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড, বাদ্যযন্ত্র এবং ধানের শীষ হাতে শ্লোগান দিতে দিতে মিছিল করে যোগ দেন। বৃষ্টিকে উপেক্ষা করে নেতাকর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
সমাবেশ শেষে জেলা সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে এক বিশাল বিজয় মিছিল বের হয়। মিছিলটি ভাসানী মিলনায়তন চত্বর থেকে শুরু হয়ে ইবি রোড, ইলিয়ট ব্রিজ, এসএস রোড ঘুরে বাজার স্টেশন রোড হয়ে স্বাধীনতা স্কয়ারে এসে শেষ হয়।