আন্তর্জাতিক ডেস্ক:
এবার ৭.০ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো রাশিয়া। রোববার তুরিল দ্বীপে অনুভূত ভুকম্পনের সুনামির আশঙ্কা করা হচ্ছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.০। কুরিল দ্বীপের কাছেই ভূমিকম্পের উৎসস্থল। আর এই কম্পনের ফলে রাশিয়ার কামচাটকা প্রদেশের তিনটি এলাকায় সুনামির আশঙ্কা করা হচ্ছে। যদিও চিন্তার কোনও কারণ নেই বলে জানাচ্ছে রাশিয়ার আপৎকালীন বিভাগ। সুনামি হলেও মৃদু ঢেউ আছড়ে পড়বে রাশিয়ার কামচাটকা প্রদেশের ওই তিনটি এলাকায়। জানাচ্ছে আপৎকালীন বিভাগ।
তবে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে রাশিয়ার কামচাটকার ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরিটি। কারণ প্রায় ৬০০ বছর ধরে ঘুমন্ত অবস্থায় ছিল সেটি। আচমকাই রাতারাতি জেগে উঠেছে ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি। শুরু হয়েছে অগ্ন্যুৎপাতও। রাশিয়ার সংবাদমাধ্যম আরআইএ এবং বিজ্ঞানীদের একাংশ মনে করছেন, গত সপ্তাহে সে দেশে যে জোরালো ভূমিকম্প হয়েছিল, তার কারণেই জেগে উঠতে পারে এই আগ্নেয়গিরিটি। রাশিয়ার কামচাটকাতে প্রচুর আগ্নেয়গিরি রয়েছে। যদিও ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরিটি এত বছর ঘুমন্ত অবস্থায় ছিল। যা আচমকাই জেগে ওঠায় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে
সূত্র: বর্তমান