শাহাজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচি বর্জন করে মানববন্ধন ও কালোব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
শনিবার (২৬ জুলাই) সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঢাকা-পাবনা মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর সামনে এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এ সময় তারা কালোব্যাজ ধারণ করে অবস্থান নেন এবং বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৬ সালের ২৬ জুলাই জাতীয় সংসদে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আইন’ পাস হওয়ার পর নয় বছর পেরিয়ে গেলেও এখনো প্রতিষ্ঠানটির কোনো স্থায়ী ক্যাম্পাস হয়নি। ভাড়া ভবনে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হলেও শিক্ষার্থীরা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের ন্যূনতম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। নেই আবাসিক হল, খেলার মাঠ কিংবা গবেষণাগার।
বক্তারা আরও জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে ৫৯৫ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাবনা প্রস্তুত করে পরিকল্পনা কমিশনে পাঠানো হলেও তা এখনো একনেক সভায় অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আগামী ২৭ জুলাইয়ের একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
প্রসঙ্গত, প্রতিবছর ২৬ জুলাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস হিসেবে উদযাপন করা হলেও এবার স্থায়ী ক্যাম্পাস না থাকার প্রতিবাদে সব আনুষ্ঠানিকতা বর্জন করে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে।