সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
১৯৬২ সালে প্রতিষ্ঠিত মাদরাসাটিতে ১৫জন শিক্ষক এবং ৫ জন স্টাফ রয়েছেন। এ বছর এই মাদরাসা থেকে ৯ জন শিক্ষার্থী এসএসসি (দাখিল)পরীক্ষায় অংশগ্রহণ করলেও ৯ জনই করেছে ফেল।
নাটোরের সিংড়ায় বড়গাঁও আর কে এইচ দাখিল মাদ্রাসাকে ঘিরে এলাকাবাসীর নানান অনিয়মের অভিযোগ থাকলেও ২০২৫সালের এসএসসি(দাখিল) পরিক্ষাই যেনো বড় অভিযোগ
মাদ্রাসাতে চলতি শিক্ষাবর্ষের এসএসসি সমমানের দাখিল পরিক্ষায় ২০ জন শিক্ষক কর্মকর্তার দ্বায়িত্বে থাকা ৯জন পরিক্ষার্থীদের পাশ করেনি কেউই
এবিষয়ে এলাকাবাসী সহ অবিভাবকেরা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তাদেরই দায়ী করছেন আবার প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির অবহেলা বলেও দুষছেন কেও কেও
পরিক্ষার্থীদের শতভাগ অকৃতকার্যের বিষয়টি নিশ্চিত করে কোনো যৈক্তিক কারন দেখাতে পারেননি মাদ্রাসার সুপার জসিম উদ্দিন
এলাকাবাসী জানান এই মাদ্রাসায় নতুন ভবন হবে, নতুন ভবন হয়ে কি লাভ যদি লেখাপড়াই না হয়