রায়গঞ্জ (সিরাজগঞ্জ )প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের মাঠপর্যায়ে বাস্তব চিত্র পর্যবেক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) দুপুর ২টায় ধামাইনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মশালার আয়োজন করে স্থানীয় সরকার বিভাগ, ইউনিসেফ এবং ভাইটাল স্ট্র্যাটেজিস।
এতে বিশেষ আকর্ষণ ছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্র সাংবাদিক মি. হুয়ান আরেডোন্ডোর অংশগ্রহণ। তিনি মাঠপর্যায়ে নিবন্ধন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় জনগণের অভিজ্ঞতা ও সমস্যা নিয়ে তথ্যচিত্র সংগ্রহ করেন। তাঁর মতে, “বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থার কার্যকারিতা আন্তর্জাতিক পরিমণ্ডলে উদাহরণ হিসেবে উপস্থাপনযোগ্য।”
কর্মশালায় উপস্থিত ছিলেন ভাইটাল স্ট্র্যাটেজিস-এর কান্ট্রি কো-অর্ডিনেটর মো. নজরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মো. মঈন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গণপতি রায়, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির, এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ.এফ. ইসলাম।
বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এ কার্যক্রমকে সফল করতে ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল প্রযুক্তির প্রসার, দক্ষ মানবসম্পদ এবং জনগণের সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি।
প্রতিনিধিদল স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে নিবন্ধন প্রক্রিয়ার বিভিন্ন চ্যালেঞ্জ সম্পর্কে অবহিত হন। তারা জানান, এখনও অনেক মানুষ এই প্রক্রিয়া সম্পর্কে জানেন না, যার ফলে সরকারি সেবা গ্রহণে তারা সমস্যায় পড়েন।
পরিদর্শন শেষে অতিথিরা ধামাইনগর ইউনিয়ন পরিষদের নিবন্ধন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এই মডেল অন্যান্য এলাকায় ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।