সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
সলঙ্গা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি, সলঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি, সলঙ্গা মদিনাতুল উলুম (কওমিয়া হাফিজিয়া) মাদ্রাসার সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মনিরুজ্জামান খন্দকার তারা (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হার্ট অ্যাটাকজনিত কারণে বেশ কিছুদিন ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি রবিবার দিবাগত রাত ১টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (৩০ জুন) বাদ জোহর সলঙ্গা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কুতুবের চর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন—
রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার,বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান,সাবেক ডিআইজি ও উল্লাপাড়া-সলঙ্গা আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী খান সাঈদ জোতী,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার,সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলিম,সলঙ্গা থানা যুবদলের সাবেক আহ্বায়ক রাশেদুল হাসান পাপন,সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহীদ,সলঙ্গা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কে.এম আব্দুল মজিদ,সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. দুলাল উদ্দিন আহমেদ,সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ।
মরহুমের জানাজায় এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।