রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার হাটিকুমরুল এলাকায় র্যাবের নিয়মিত মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র্যাব সূত্রে জানা যায়, ২৯ জুন ২০২৫ রাত ১টা ৫৫ মিনিটে হাটিকুমরুল ফুড সিটি ইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে, রাজশাহী-ঢাকাগামী মহাসড়কের উত্তর পাশে কাঁচা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় ১০০ গ্রাম হেরোইন, মাদক বেচাকেনায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং নগদ ২২,০৮০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,মো. মামুন দুলাল (৩৪), পিতা- মৃত নৈমুদ্দিন, মাতা- মোছা. আনোয়ারা বেগম সুমন কর্মকার (৩৫), পিতা- মৃত বিজয় কর্মকার, মাতা- মৃত শোভা রানী তাদের স্থায়ী ঠিকানা রাজশাহীর গোদাগাড়ী থানার মহিষালবাড়ী গ্রামে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিলেন।
র্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।