রিয়াজুল হক সাগর, রংপুর:
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এবারের স্লোগান এসো মাদক পরিহার করি দেশ বদলায় পৃথিবী বদলায়,
বৃহস্পতিবার বিকেলে রংপুর জেলা প্রশাসক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ডিসি অফিস থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা মিলিত হয়।
জেলা প্রশাসক রবিউল ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি শাহ মোহাম্মদ মোনতাজুল, মহানগর পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) সফিজুল ইসলাম, রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শরিফ মোহাম্মদ ফারুকুজ্জামান প্রমুখ।
বক্তরা বলেন, বাংলাদেশ ২০০ শয্যা হাসপাতালে হবে এর মধ্যে রংপুরে বিভাগে ১০০ শয্যা হাসপাতাল বানাবে মাদক অধিদপ্তর। যারা আমাদের দেশে মাদক পাঠায় তারা আসাদের ভালো চায় না। প্রতিবেশি রাষ্ট্র কখনো আমাদের ভালো চায় না সেজন্য তারা আমাদের দেশে মাদক পাঠায়। দেশের তরুণ সমাজকে ধংষ্ব করতে। পরিবারে মধ্যে একজন আশক্তি থাকলে সেই পরিবার ধংস হয়ে যাবে।
যুব সমাজ মাদকে বেশি আসক্ত। কর্মশক্তি হারিয়ে ফেলছি।মাদক ক্রয় করার জন্য নিজের মা, বাবা, সন্তাকে খুন করছে মাদক সেবীরা। বাংলাদেশ ৮৩ লক্ষ মাদক আসক্ত। মাদকের ভয়াভয় থেকে সবাইে কাজ করতে হবে। সবাই কাজ করলে মাদক করবারি বন্ধ হবে। সিমান্ত বন্ধ করতে পারলে আমাদের যুব সমাজ বাঁচবে।
এ সময় রচনা প্রতিযোগিতায় তিন কেটাগরিতে১১ জন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৪ গ্রুপে ১৩ জনের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দরা।