চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে শারীরিক প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ মে ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন এলাকার ১৩ জন শারীরিক প্রতিবন্ধীর মধ্যে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়।
হুইল চেয়ার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। আরুও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবক কর্মকর্তা মামুনুর রহমান প্রমূখ।