ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ–কিশোরগঞ্জ মহাসড়কে একটি প্রাইভেটকার থেকে ৫৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় গাড়ি চালককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত ৯টার দিকে পৌর এলাকায় ডাক্তার গোলাম মোস্তফার বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত প্রাইভেটকার চালক রোকনুজ্জামান মিয়া (২১) গাজীপুর জেলার শ্রীপুর থানার ভাঙ্গাটি কেওড়া বাজার এলাকার জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, একটি প্রাইভেটকার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী এবং অটোরিকশায় ধাক্কা দিয়ে পালিয়ে যেতে চাইলে উৎসুক জনতা গাড়িটিকে ধাওয়া দেয়। এ-সময় গাড়ির চালক গাড়িটি না থামিয়ে পালানোর চেষ্টা করে। এতে সাধারণ মানুষ ধাওয়া দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা দেয়। এ অবস্থায় গাড়ি রেখেই চালক পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে।গাড়িটি থানায় এনে গাড়ির ভিতর থাকা ৫৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, প্রাইভেটকার চালক রোকনুজ্জামানকে গতকাল রাতেই গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য ও সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করে আজ থাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক সহ সকল ধরনের অপরাধ দমনে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ সবসময়ই কাজ করে যাচ্ছে। এসময় তিনি মাদক নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন।