সাব্বির মির্জা,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে কুন্দইল বিলচলন বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বখাটে স্কুল ছাত্র রাকিবুল হাসান লিখন ( ১৮) এর বিরুদ্ধে।
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার এসআই গোলাম রব্বানী।ধর্ষণের অভিযোগে এনে তাড়াশ থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ছাত্রীর মা মনিজা বেগম।
থানায় লিখিত অভিযোগ ও ভুক্তভোগী মেয়ের সাথে কথা বলে জানা যায়,গত ৩০ এপ্রিল বিদ্যালয় চলাকালীন সময় টিফিন বিরতির সময় একই বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র লিখন বলে তোমার সাথে জরুরি কথা আছে এই বলে বিদ্যালয়ের চতুর্থ তলায় নিয়ে যায় । কথা বলার একপর্যায়ে আমাকে জাপটে ধরে ওয়াশ রুমের ভিতরে নিয়ে যাও । এমতাবস্থায় আমাদের চিৎকারে আমার বান্ধবী মিম ও মেহজাবিন আমাকে উদ্ধার করে নিচে নিয়ে আসে। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকে বিষয়টি জানালে তিনি ব্যাবস্থা নিবেন বলে সময় ক্ষেপণ করেন।
জানান,এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে লিখন ও তার পরিবারের লোকজন আমাদের দেখে নেওয়া হুমকি দিচ্ছে। এতে নিরুপায় হয়ে আমার মা তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে অভিযুক্ত লিখনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও ও তাকে পাওয়া যায়নি। পরিবারের লোকজন বলছে সে বাড়িতে নেই।
এ ব্যাপারে তাড়াশ থানার এসআই গোলাম রব্বানী জানান লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেছে।