জহিরুল ইসলাম,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার আমতলীর কৃতি সন্তান, চ্যানেল আমতলীর উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব নির্বাচিত হওয়ায় তাঁকে ঢাকাস্থ আমতলী-তালতলী জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সেই সাথে চ্যানেল আমতলীর পক্ষ থেকে তাকে জানানো হয়েছে শুভেচ্ছা ও অভিনন্দন।
শুক্রবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হল মিলনায়তনে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট কবির হোসেন তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মণি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট আসাদুল করিম শাহীন।
বক্তারা গাজী তৌহিদুল ইসলামের আইন পেশা ও রাজনীতিতে নিষ্ঠা ও একাগ্রতার প্রশংসা করে বলেন, “যুব আইনজীবীদের মধ্যে গাজী তৌহিদুল ইসলাম একটি প্রেরণার নাম। তার নেতৃত্বে আইনজীবী ফোরামে নবজাগরণ আসবে।”
অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “আমি এই সম্মান ও আস্থার জন্য কৃতজ্ঞ। দেশের গণতন্ত্র ও বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ ভূমিকা এখন সময়ের দাবি।”