বিশেষ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে মো. ইসাহাক আলী (৪৮) নামের এক প্রান্তিক কৃষকের ছয় বিঘা জমির উঠতি বোরো ধান আগাছা নাশক প্রয়োগ করে পুড়িয়ে দিয়েছে। এতে ওই কৃষকের প্রায় তিন লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার রাতের কোন এক সময় উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘড়গ্রামের দক্ষিণ ফসলি মাঠে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ওই গ্রামের বাসিন্দা কলেজ অধ্যক্ষ মো. আবু তালেব।
ভুক্তভোগী কৃষক মো. ইসাহাক আলী জানান, ঘড়গ্রামের দক্ষিণ ফসলি মাঠে ছয় বিঘা জমিতে ব্রি-২৯ জাতের বোরো ধানের আবাদ করেন। যা আর দিন পনেরর মধ্যে কাটা যেত। কিন্তু বৃহস্পতিবার রাতের কোন এক সময় শত্রুতা বসতঃ দুর্বৃত্তরা জমির উঠতি বোরো ধান আগাছা নাশক প্রয়োগ করে। এতে আধা-পাঁকা নিস্তেজ হতে থাকে। যা শুক্রবার দুপুরের মধ্যে পাঁচ বিঘা জমির সমস্ত ধান পুড়ে যায়। আর দুপুরের দিকে লোক জনের কাছে এ খবর জেনে জমির মালিক কৃষক ইসাহাক পুড়ে যাওয়া জমির সে দৃশ্য দেখে তিনি মাঠেই অসুস্থ্য হয়ে পড়ে । পড়ে তার সাথে থাকা লোকজন তাঁকে উদ্ধার করে বাড়িতে পৌছে দেয়।
ভুক্তভোগী কৃষক ইসাহাক আলী কাঁদো কাঁদো স্বরে জানান, ওই ছয় বিঘা জমির উঠতি বোরো ধানই তাঁর সম্বল ছিল। এ ধান দিয়ে পরিবারের বাৎসরিক খোরাক ও উবৃদ্ধ ধান বিক্রির টাকায় তাঁর সংসার চলে। এতে তিনি সর্বশান্ত হয়ে পড়েছেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, শুক্রবার দুপুর পর্যন্ত এ সংক্রান্ত কোন অভিযোগ থানায় কেউ দেননি। দিলে তদন্ত করে প্রয়োজনীয়ও ব্যবস্থা নেওয়া হবে।