উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
গাজায় ইসরাইলি বাহিনীর নৃশংস হামলা ও চলমান গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নারী শিক্ষার্থীরা।
রবিবার (২০ এপ্রিল ) বিকেলে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় হযরত সুমাইয়া (রা:) মহিলা মাদ্রাসার শিক্ষার্থীরা ব্যানার,ফেস্টুন হাতে প্রতিবাদী স্লোগান দিয়ে রাজপথে নেমে বিক্ষোভ করেন।
এ সময় নারী শিক্ষার্থীরা ইসরাইলের বর্বরতার তীব্র নিন্দা জানিয়ে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে সকল মুসলিমদের ফিলিস্তিনের পাশে থাকার আহবান জানান।
এ সময় মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মোজাফফর হোসাইন,শিক্ষার্থী মোছা: জিয়াসমিন খাতুন,মোছা: নাজমা খাতুন ও মোছা: রোজিনা খাতুনসহ অনেকেই বক্তব্য রাখেন।