নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গার মাধনগর রেলওয়ে স্টেশনে আন্তনগর বরেন্দ্র,রুপসা এবং বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে মাধনগরের সর্বস্তরের জনসাধারন ব্যানারে এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে মাধনগর রেল স্টেশন মাষ্টার ইমদাদুল হক মিলনের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক স্বারকলিপি প্রদান করা হয়।
ট্রেনের যাত্রাবিরতীর দাবিতে এসময় বক্তব্য রাখেন,স্থানীয় ব্যবসায়ী ইয়ার আলী,সোহানুর রহমান,সাকিব হোসেন,নাভিদ প্রামানিকসহ প্রমূখ।
বক্তারা বলেন,সরকার প্রতিবছর মাধনগর রেলস্টেশন থেকে বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। অথচ এ স্টেশনের যাত্রী সেবার মান সন্তোষজনক নয়। মানববন্ধন থেকে মাধনগর রেলওয়ে স্টেশনে আন্তনগর বরেন্দ্র,রুপসা এবং বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিসহ রেলওয়ে স্টেশন অবকাঠামোগত উন্নয়নের দাবি জানানো হয়।
মাধনগর রেল স্টেশনের কতব্যরত স্টেশন মাষ্টার ইমদাদুল হক মিলন বলেন,মাধনগর বাসী মাধনগর রেলওয়ে স্টেশনে আন্তনগর বরেন্দ্র,রুপসা এবং বুড়িমারী এক্সপ্রেসের যাত্রা বিরতির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। তারা আমার কাছে একটি স্বারকলিপি প্রদান করেছে,বিষয়টি আমি উদ্ধতন কতৃপক্ষে প্রদান করবো।