সোহেল রানা, সলঙ্গা সংবাদদাতা:
খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটিলিয়ন ।
র্যাব-১২ এর অধিনায়ক মারুফ হোসেন বিপিএম, পিপিএম,এর দিকনির্দেশনায় র্যাব-১২ সদর কোম্পানির একটি আভিযানিক দল র্যাব-১৪ ও র্যাব হেডকোয়ার্টারের গোয়েন্দা শাখার সহযোগিতায় ১ জুলাই সোমবার রাত ২ টায় শেরপুর জেলার সদর থানাধীন লক্ষীডাঙ্গী এলাকায়” অভিযান পরিচালনা করে। বগুড়া জেলার শাজাহানপুর থানার মামলা নং-২৬(৭)১৩ খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করা হয়। আটকৃত আসামী সিরাজগঞ্জ জেলার সদর থানার বহুলী ইউনিয়নের সরাইচন্ডি গ্রামের ইউনুস আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৪)৷ আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সিরাজগঞ্জ জেলার সদর থানার অফিসার ইনচার্জ এর নিকট সোপর্দ করা হয়।