রিয়াজুল হক সাগর, রংপুর:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষিটার ইউনিয়নের পূর্ব চর ইচলী গ্রামের ৩ বছর বসয়ী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে ১৫ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে গঙ্গাচড়া মডেল থানায় এজাহার দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর মা মোছাঃ বিলকিচ খাতুন।
ঘটনাটি ঘটেছে গত ৩ মে শনিবার দুপুরে। এজাহারে সূত্রে জানাজায় ঘটনার সময় ভুক্তভোগী শিশুর মা দিনমজুর কাজের জন্য বাইরে ছিলেন এবং শিশুটি তার শাশুড়ির তত্ত্বাবধানে বাড়িতে অবস্থান করছিলো। একই গ্রামের ওই দিন দুপুর ১টার দিকে অভিযুক্ত কিশোর শহীদ মিয়া শিশুটিকে নিজের বাড়িতে ডেকে নেয়। ১ ঘন্টা পার হলেও শিশুটি ফিরে না আসায় বড় বোন হালিমাকে পাঠানো হলে সে গিয়ে দেখে, শহীদ মিয়া ঘরের ভেতরে বিবস্ত্র অবস্থায় ছোট বোনকে ধর্ষণ করছে। হালিমা চিৎকার করলে অভিযুক্ত তার মুখ চেপে ধরে ও শারীরিকভাবে আঘাত করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে শহীদ মিয়া ঘটনা স্থল হইতে পালিয়ে যায়। পরে শিশুটিকে তার পরিবারের লোকজন গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে। পরবর্তীতে অবস্থা সংকটাপন্ন হলে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে ।
ভুক্তভোগীর মা জানান, ঘটনার ভয়াবহতা বুঝে স্থানীয় গন্যমান্যদের সঙ্গে আলোচনা ও স্বামীর পরামর্শে গত রবিবার রাতে থানায় এসে এজাহার দায়ের করেছেন। তিনি ন্যায়বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) ধারায় গত ৫ মে তারিখে (মামলা নং ০৮/১৫২) মামলা রুজু করা হয়েছে । আমরা আমলাটি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। অভিযুক্ত কিশোর বর্তমানে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।