নিজস্ব প্রতিনিধি
গতবারের তুলনায় এ বছর সারাদেশে এইচএসসি পরীক্ষার ফল বিপর্যয় ঘটলেও ধারাবাহিক সাফল্য পেয়েছে সিরাজগঞ্জ সরকারি কলেজ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশিত ফলাফলে জানা গেছে সিরাজগঞ্জ সরকারি কলেজে ৯৬ দশমিক ৩৮ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে। যেখানে দেশে পাশের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ এবং রাজশাহী বোর্ডে পাশের হার ৫৯ দশমিক ৪০ শতাংশ।
সিরাজগঞ্জ সরকারি কলেজ সূত্র জানায়, এ বছর ৮৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮২৮ জন অংশ নে। তার মধ্যে ৭৯৮ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩৭২ জন শিক্ষার্থী।
বিজ্ঞাণ বিভাগে মোট পাশ করেছে ৪১৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৮০ জন। মানবিক বিভাগে মোট পাশ করেছে ২০৫ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৮ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে পাস করেছে ১৭৫ জন, এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ জন।