নিজস্ব প্রতিনিধি:
র্যাব-১২, সিরাজগঞ্জ এর অভিযানে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ১০৩ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাবের নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ০৭.০৫ ঘটিকায় র্যাবের গোয়েন্দা শাখার সহযোগীতায় ও র্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল ‘‘পাকশী রেলওয়ে জেলাধীন সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানা বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনের পদ্মা এক্সপ্রেস ট্রেনের ‘ঝ’ বগিতে আসন নং- ঝঃ ৮৯” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৩ গ্রাম হেরোইনসহ এক জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এছাড়াও তার সাথে থাকা হেরোইন ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহত ১টি মোবাইল ফোন ও নগদ একহাজার ছয়শো টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ সজল ইসলাম (২০), পিতা- মোঃ ইন্তাজ আলী, সাং- মাদারপুর, পোষ্ট- মহিশালবাড়ী, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করে আসছিল।
দীপংকর ঘোষ অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।