সড়ক ও জনপথ বিভাগে মাস্টাররোলের কর্মচারিদের বেতন সমস্যার নিরসন, ২৭ মামলার চুড়ান্তকরণ এবং ২৭ মামলার নীতিমালায় ৭ মামলা অন্তর্ভুক্ত করার দাবীতে সিরাজগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিরাজগঞ্জ সড়ক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৯ থেকে ২১ অক্টোবর পর্যন্ত টানা তিনদিন এই কর্মসূচি পালন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন সিরাজগঞ্জ জেলা সংসদের সভাপতি আকরাম হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন, সহ-সভাপতি সরোয়ার হোসেন, মো. জহুরুল ইসলাম, লাল চাঁদ খান, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ হুমায়ন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন, আনিসুর রহমান, মুজিব মো. টুটুল এলাহী, মো. লুৎফর রহমান, মো. হৃদয় হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেদায়েতউল্লাহ, সহ সাংগঠনিক সম্পাদক মো. শাহিন, মো. আজিম, অর্থ সম্পাদক মো. আনিসুজ্জামান, প্রচার সম্পাদক মো. আব্দুর রশিদ, সহ-প্রচার সম্পাদক ফজলুর হক, দপ্তর সম্পাদক শাহীন রেজা প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন সড়ক বিভাগের সকল শ্রমিক ও কর্মচারি।
মানববন্ধনে বক্তারা সাময়িক শ্রমিক নীতিমালা ২০২৫ এর আওতা বহির্ভূত সড়ক ও জনপথ অধিদপ্তরের মাস্টার রোল কর্মচারীদের বেতন ভাতা ও ২৭ মামলার নীতিমালা দ্রুত প্রণয়ন করার দাবী জানান।
ড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন সিরাজগঞ্জ জেলা সংসদের সভাপতি আকরাম হোসেন বলেন, সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সারাদেশে একযোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ২০ এবং ২১ শে অক্টোবর একই সময়ে কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।







