নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নে ভুরভুরিয়া গ্রামে রাতের আঁধারে গৃহস্থের দুটি মহিষ চুরি হয়েছে।
বুধবার( ২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার ৬ নং ছোনগাছা ইউনিয়নের ভুরভুরিয়া গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে মুনসুর আলীর বাড়িতে এই ঘটনাটি ঘটে।
মনসুর আলী জানান, অনেক কষ্টে নিজে খেয়ে না খেয়ে মহিষ গুলো পালন করি। একটি গাভী মহিষ আর দুই মাস পরেই বাচ্চা দিবে আর একটা ষার মহিষ সামনে ঈদে বিক্রি করার উদ্দেশ্য পালন করেছি। আমার সর্বনাশ করে দিলো।
বুধবার রাত তিনটা পর্যন্ত মহিষগুলো দেখাশোনা করে ঘুমিয়ে পড়েন মনসুর আলী । পোনে চারটার দিকে মহিষ রাখার স্থানে গিয়ে দেখেন মহিষ দুটি নাই।
পরে বাড়ির পাশে রাস্তা দিকে যাওয়ার সময় পিক আপ ছেড়ে চলে যায়। তখনই ডাকাডাকি করে গাড়িটি ধরার জন্য। এর মধ্যেই গাড়িটি ছেড়ে চলে যায়। তখন বুদ্ধি না পেয়ে ট্রিপল নাইনে কল করি। কল করেও এখন পর্যন্ত চোরের সন্ধান মেলেনি।
চুরি হওয়া দুইটা মহিষের বর্তমান বাজারমূল্য মূল্য চারলাখ টাকা বলে জানিয়েছেন মুনসুর আলীর পরিবার।