সিরাজগঞ্জ সরকারি কলেজসহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের শাখা কমিটির অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল। অন্য দুটি শিক্ষা প্রতিষ্ঠান হলো সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ও সিটেট পলিটেকনিক ইনস্টিটিউট।
২৬ সেপ্টেম্বর (শুক্রবার) সংগঠনের প্যাডে তিনটি প্রতিষ্ঠানের আংশিক কমিটির অনুমোদন দেন জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদাক সেরাজুল ইসলাম সেরাজ।
এর মধ্যে সিরাজগঞ্জ সরকারি কলেজে ২৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে মো. জুয়েল শেখ আহবায়ক, রোমান আলিফ সিনিয়র যুগ্ম আহবায়ক ও মো. আরিফুল ইসলাম রানাকে সদস্য সচিব করা হয়।
অপরিদেক সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ১২ সদস্য বিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে নিলয় পারভেজ নিরব সভাপতি, ইফতেখার কিবরিয়া বিবেককে সিনিয়র সহ-সভাপতি, মো. রবিন সরকার সাধারণ সম্পাদক, ফাহিম হোসেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও তানজীর আহমেদকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
এছাড়াও বেসরকারি সিটেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ৫ সদস্যের আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে তারেক রহমান সভাপতি, আল-আমিন খন্দকার সিনিয়র সহ-সভাপতি, ইয়ামিন শেখ সাধারণ সম্পাদক, মো. আলিফ সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাদিকুর রহমান ফাহিম সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন।
সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ জানান, আমরা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সিরাজগঞ্জ সরকারি কলেজসহ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের আংশিক কমিটির অনুমোদন দিয়েছে। দায়িত্বপ্রাপ্তদের দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।