এস,আলম, সিরাজগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থনার মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ শহরের চায়না বাঁধের কসবার ৩ এর ১ নং গেটের সামনে সাধারণ জনগণের মাঝে এ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোঃ সাইদুর রহমান বাচ্চু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সভাপতি মোঃ মতিউর রহমান।
এ সময় কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা একত্রিত হয়ে লিফলেট বিতরণে অংশ নেন। তারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর হোসেন পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন রাজেশ, যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রুসুম নেওয়াজ তুহিন, যুবদলের সভাপতি মোঃ বরাত আলী, যুগ্ম আহ্বায়ক মোঃ হযরত আলী, মোঃ আব্দুল হান্নান, থানা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রশীদ, পৌর কৃষক দলের সভাপতি মোঃ রেজাউল করিম ও সাধারণ সম্পাদক মোঃ জনী প্রমুখ।
কর্মসূচি শেষে দলীয় নেতারা বলেন, কৃষক দলের এ উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তারা আশা প্রকাশ করেন, জাতীয়তাবাদী দলের ৩১ দফা কর্মসূচি কৃষক ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।