সিরাজগঞ্জ প্রতিবেদক:
নানা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সিরাজগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।
দিনটি পালন উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) ভোর ৬টায় ইবি রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০ টায় দলীয় কার্যালয়ে দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মাল্যদান করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী, রকিবুল হাসান রতন, আজিজুর রহমান দুলাল, ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খানসহ দলটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করেন।
বিকাল ৩টায় ইসলামিয়া সরকারি কলেজ মাঠ থেকে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর উপস্থিত থাকার কথা রয়েছে।