সিরাজগঞ্জের চার উদীয়মান সাংবাদিক দেশের চারটি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। এরা হলেন, শুভ কুমার ঘোষ, মোহাম্মদ আশরাফুল, রাকিব হোসেন ও আব্দুর রাজ্জাক রাজ।
শুভ কুমার ঘোষ দেশ টিভি ছেড়ে দিয়ে চ্যানেল ওয়ান এর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। এর আগে তিনি অনলেইন পত্রিকা ঢাকাপোষ্টের জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
মোহাম্মদ আশরাফুল গ্লোবাল টেলিভিশন ছেড়ে যোগ দিলেন আরটিভিতে। তিনি দীর্ঘদিন ধরে চ্যানেল আই’র ক্যামেরা পার্সন হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় বিভিন্ন মিডিয়ার সঙ্গে কাজ করেছেন। এছাড়াও তিনি ভিডিও জার্নালিস্টদের সংগঠনে নেতৃত্ব দিয়ে আসছেন আশরাফুল।
আব্দুর রাজ্জাক রাজ দেশ টিভির জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। রাজ দৈনিক দিনকাল পত্রিকার কামারখন্দ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। এছাড়াও তিনি কামারখন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাকিব হোসেন যোগ দিয়েছেন গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি হিসেবে। রাকিব বেশ কয়েক বছর ধরে স্থানীয় ও জাতীয় অনলাইন পত্রিকার সঙ্গে কাজ করছেন।
নতুন বছরের শুরুতেই তারা নতুন নতুন কর্মস্থলে যোগ দেওয়ায় জেলা কর্মরত সাংবাদিকরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
নতুন নিয়োগপ্রাপ্ত সাংবাদিকদের অভিনন্দন জানিয়েছে দৈনিক প্রতিদিনের দৃশ্যপট পরিবার।







